Top News

চরিত্রের জন্য ‘নির্লজ্জ’ হতে আপত্তি নেই এই অভিনেত্রীর


বিনোদন
অনসূয়া সেনগুপ্ত

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের প্রতিযোগিতা বিভাগে আঁ সার্তে রিগায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। গতকাল রোববার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এরপর সংবাদ সম্মলেনে নানা প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমা দিয়ে অভিষেক অনসূয়ার। এরপর তাঁকে দেখা গেছে সৃজিত মুখার্জির ‘রে’-তে। ‘ম্যাডলি বাঙালি’ পর অবশ্য অভিনয় থেকে টানা নিয়েছিলেন অনসূয়া। বিনোদন দুনিয়ার অন্য বিভাগে কাজ করেছেন তিনি।

‘দ্য শেমলেস’ ছবি দিয়ে প্রত্যাবর্তন। এখানে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবির স্বার্থে অভিনেত্রী কতটা ‘শেমলেস’ হতে পারেন?

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘চিত্রনাট্য সত্যি চাইলে ছবির কারণে যতটা শেমলেস হতে হবে, হব। আমার কোনো দ্বিধা নেই।’
কলকাতার অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। এখন মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়।

গতকাল দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন। জুতসই চিত্রনাট্য এলেই রাজি হয়ে যাবেন।

Post a Comment

Previous Post Next Post