![]() |
অনসূয়া সেনগুপ্ত |
অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমা দিয়ে অভিষেক অনসূয়ার। এরপর তাঁকে দেখা গেছে সৃজিত মুখার্জির ‘রে’-তে। ‘ম্যাডলি বাঙালি’ পর অবশ্য অভিনয় থেকে টানা নিয়েছিলেন অনসূয়া। বিনোদন দুনিয়ার অন্য বিভাগে কাজ করেছেন তিনি।
‘দ্য শেমলেস’ ছবি দিয়ে প্রত্যাবর্তন। এখানে তিনি এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবির স্বার্থে অভিনেত্রী কতটা ‘শেমলেস’ হতে পারেন?
এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘চিত্রনাট্য সত্যি চাইলে ছবির কারণে যতটা শেমলেস হতে হবে, হব। আমার কোনো দ্বিধা নেই।’
কলকাতার অনসূয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। এখন মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়।
গতকাল দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি আবারও বাংলা সিনেমায় কাজের জন্য উন্মুখ হয়ে আছেন। জুতসই চিত্রনাট্য এলেই রাজি হয়ে যাবেন।
Post a Comment