Top News

নগ্ন না হলে চড়, উঠতি মডেলের অভিযোগ নিয়ে তোলপাড়

বিনোদন
নগ্ন না হলে চড়


বিনোদনজগতে পা রাখতে গেলে আবশ্যক ফটোশুট। নিজের ফ্রেমবন্দী ছবি বিভিন্ন প্রোডাকশন হাউসে জমা দিয়ে থাকেন উঠতি অভিনেত্রী-মডেলরা। কিন্তু ফটোশুট করতে গিয়ে এমন বিপদের মুখে পড়তে হবে, দুঃস্বপ্নেও কল্পনা করেনি কিশোরী। সম্প্রতি প্রতারণার শিকার এক উঠতি মডেলের হেনস্তার খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস বাংলা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফটোশুটের জন্য ৫০ হাজার রুপি দেয় ওই কিশোরী। ফটোগ্রাফার দাবি জানান, পোশাক খুলে নগ্ন হতে হবে! শুরুতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ওই নবালিকা। কড়া ভাষায় জানানো হয়, নগ্ন না হলে খেতে হবে চড়! এরপর বাধ্য হয়েই টপলেস ফটোশুট করে ওই মডেল।

এমনই অভিযোগ জানিয়ে ওই নাবালিকা দ্বারস্থ হয়েছে কলকাতা পুলিশের। গল্ফ গ্রিন থানায় অভিযোগ জমা পড়েছে গত মাসে। নির্যাতিতার বয়স এখনো ১৮ পার হয়নি। অভিযুক্ত ফটোগ্রাফার পলাতক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানাবেন অভিযুক্ত ফ্যাশন ফটোগ্রাফার।

ওই উঠতি মডেল পুলিশকে জানিয়েছে, টপলেস ফটোশুটে তাকে বাধ্য করেছিলেন ওই ফটোগ্রাফার। রীতিমতো মারার ভয় দেখানো হয়। ৫০ হাজার রুপি আগাম দিয়ে ফেলায় ফ্যাসাদে পড়েছিল সে। জানিয়ে দেওয়া হয়েছিল, টপলেস শুট না করলে কোনো ছবিই দেওয়া হবে না। অভিযোগে কিশোরী বলেছে, ‘জামা না খুলতে চাইলে আমাকে চড় মারা হয়, চুলের মুঠি ধরে টানা হয়।’

জানা গেছে, কলকাতার আরও একজন মডেল গত অক্টোবর মাসে একই রকম অভিযোগ জানিয়েছিলেন। যার জেরেই পুলিশ মনে করছে, এর পেছনে রয়েছে কোনো চক্র, যারা উঠতি
মডেলদের ফাঁসাচ্ছে। অভিযোগকারিণীর আইনজীবী সুকান্ত বিশ্বাসের কথায়, পুলিশে অভিযোগ
দায়েরের পরও বারবার ফোনে হুমকি আসছে নাবালিকার কাছে।





Post a Comment

Previous Post Next Post